সভাপতির বাণী

প্রতিযোগিতামূলক এই আধুনিক বিশ্বে সন্তানদের যুগপোযোগী শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলায় হচ্ছে এসময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রত্যেক বাবা-মা তাঁদের সন্তানদের একটা ভালো স্কুলে ভর্তি  করতে চান যেখানে শিশুরা মাতৃস্নেহে যথার্থ শিক্ষা লাভ করবে। মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে অত্যন্ত  গুরুত্বের সাথে এই কাজটি করে আসছে।

প্রত্যেক ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে ভর্তি হওয়ার মধ্য দিয়ে এক নতুন জগতে প্রবেশ করে। বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা স্নেহ-মমতায় তাকে নতুন এই জগতের সাথে পরিচয় করিয়ে দেয় এবং আনন্দদায়ক পাঠদানের মাধ্যমে ছাত্র-ছাত্রী বিদ্যালয় ভীতি দূর করে।

 সুলভে ও সহজে সুশিক্ষা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। সুশিক্ষাই আমাদের মহান আদর্শ।

 স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন পরিক্ষায়  চমৎকার ফলাফল করছে। সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ  স্কুলের  সুনাম অর্জনে সর্বাত্মক চেষ্টা করছেন।